জাককানইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোশাররাত শবনম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর।

Post MIddle

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী, হল প্রভোস্ট, পরিবহন প্রশাসক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মী সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বই বিতরন করেন।

//ও

 

পছন্দের আরো পোস্ট