গ্রিন ইউনিভার্সিটিতে টিচিং অ্যান্ড লার্নিংয়ে সার্টিফিকেট কোর্স

শিক্ষকদের পেশাগত দক্ষতা ও কৌশল বৃদ্ধিতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘সার্টিফিকেট কোর্স ইন টিচিং অ্যান্ড লার্নিং’ শুরু হয়েছে। প্রাথমিক তিন দিনব্যাপী শুরু হওয়া এ কোর্স আগামী চার মাস চলবে। বৃহস্পতিবার (৪জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত এ কোর্সে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির মুখ্য ফ্যাসিলেটরের ভূমিকা পালন করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডীন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, আইকিউএসি পরিচালক ড. জগন্নাথ বিশ্বাসসহ কোর্সে অংশ নেয়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post MIddle

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ভালো ছাত্র মানেই ভালো শিক্ষক নয়। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হতে সবচেয়ে বেশি জরুরি প্রশিক্ষণ। সার্টিফিকেট কোর্স ইন টিচিং এ্যান্ড লার্নিংয়ের মাধ্যমে সেটিই করা হয়ে থাকে। উপ-উপাচার্য ড. মো. ফৈয়াজ খান বলেন, আমরা সবাই ছাত্র। ছাত্র যেমন শিক্ষকের কাছ থেকে শিখবে, তেমনি শিক্ষকও ছাত্রের কাছ থেকে শিখতে পারে। অর্থ্যাৎ উভয়ের পারস্পারিক চেষ্টাতেই শিক্ষাদান প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তুলতে হবে।

প্রসঙ্গত, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকারী শিক্ষকদের জন্য টিচিং এ্যান্ড লার্নিংয়ে সার্টিফিকেট কোর্স রয়েছে। এর মধ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ অন্যতম।

পছন্দের আরো পোস্ট