রুয়েটের প্রধান ফটক উদ্বোধন

উত্তরবঙ্গের একমাত্র প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার সকালে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ আনুষ্ঠানিকভাবে নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করেন। এসময়ে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুল আলীম, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. শামীমুর রহমান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, এ্যাপলাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফীসহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Post MIddle

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ জানুয়ারী রুয়েটর প্রধান ফটকের নির্মান কাজ শুরু হয়। প্রায় দুই বছর ধরে এই দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ লক্ষ্য টাকা।

//স

পছন্দের আরো পোস্ট