কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আজ শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৩১ডিসেম্বর (রবিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এইচ. এম মোস্তাফিজুর রহমান।

Post MIddle

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার, সহকারি রেজিস্টার (শিক্ষা) আনিসুর রহমান, এনজিও ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মোস্তফা কামাল ভুইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল  ফেরদৌস, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব প্রমুখ।

অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন করেন এনজিও ফাউন্ডেনের সহকারি মহাব্যবস্থাপক জাকিয়া সুলতানা ও স্বাগত বক্তব্য রাখেন শশী ফাউন্ডেশনের নিবাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ। প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান।

পছন্দের আরো পোস্ট