জাবিতে ১৫০ কীটপতঙ্গের ডিএনএ বারকোডিং

বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ডিনএনএ ল্যাবরেটরিতে ৬শ প্রজাতির কীটপতঙ্গ সংগ্রহ করে ১৫০টির ডিএনএ বারকোডিং করা হয়েছে। এছাড়াও এ ল্যাবরেটরিতে বিলুপ্তপ্রায় নানা প্রজাতির কীটপতঙ্গ সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

Post MIddle

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও প্রকল্পের সাব-ম্যানেজার অধ্যাপক ড. মনোয়ার হোসেন আজ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, সম্মানিত শিক্ষকগণ বহমান থাকেন গবেষণার মধ্যদিয়ে।

তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষকগণ এ ল্যাবরেটরিতে নিরলসভাবে গবেষণায় মনোনিবেশ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার ফরহাদুল ইসলাম ভূইয়া।

পছন্দের আরো পোস্ট