খুবির বাজেট অলিম্পিয়াডে কৃতিত্ব অর্জনকারীর উপাচার্যের সাথে সাক্ষাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ড. মোজাফফর আহম্মেদ মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও একশানএইড এর আয়োজনে অনুষ্ঠিত বাজেট অলিম্পিয়াডে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী বিশেষ কৃতিত্ব অর্জন করেন। এর মধ্যে আল-মুমিন খান স্নেহ জাতীয় পর্যায়ে দ্বিতীয় রানার আপ এবং আল-আমিন গাজী খুলনা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তাদেরকে প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করেন।

Post MIddle

উক্ত কৃতি শিক্ষার্থীদ্বয় আজ দুপুরে আইন ও বিচার ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওয়ালিউল হাসানাতের সাথে গিয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন এবং তাদের প্রাপ্ত সম্মাননা ক্রেস্ট উপাচার্যের নিকট হস্তান্তর করেন। উপাচার্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যত সাফল্য কামনা করেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক পুণম চক্রবর্তী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের প্রায় সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

//স

পছন্দের আরো পোস্ট