জাবিতে ট্রেইনিং অন ইটিপি অপারেশন বিষয়ক কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের আয়োজনে আজ ‘ট্রেইনিং অন ইটিপি অপারেশন এ্যান্ড মেইনটেনেন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় পরিবেশবিজ্ঞান বিভাগের পানি শোধনাগারে কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, উন্নয়নের সঙ্গে পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। উন্নত বাংলাদেশ গঠনে এবং পরিবেশ উন্নয়নে তরুণ প্রজন্মকে দায়িত্ব গ্রহণ করতে হবে।

Post MIddle

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আমির হোসেন ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কর্মশালার টেকনিক্যাল সেশনের সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশবিজ্ঞান বিভাগের পানি শোধনাগার প্রকল্পের সাব প্রকল্প ম্যানেজার পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. খবির উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালায় বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট