বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন অবকাশ, ফাতেহা-ইয়াজ-দাহম ও যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষ্যে ২০ ডিসেম্বর বুধবার থেকে ৩১ ডিসেম্বর রবিবার পর্যন্ত (১২ দিন) বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

তিনি বলেন, ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একাডেমিক ও ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

Post MIddle

এসময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া,লাইব্রেরি ও পরিবহনপুল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে মেডিকেল সেন্টার খোলা থাকতে পারে বলেও জানান তিনি। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।

নির্ধারিত ছুটি শেষে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম ও পহেলা জানুয়ারি সোমবার থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে।

//স

পছন্দের আরো পোস্ট