চুয়েটে ‘মেকাট্রনিক্স : ভিশন্স অব দ্য ফিউচার’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে ‘মেকাট্রনিক্স : ভিশন অব দ্য ফিউচার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২০ ডিসেম্বর (বুধবার), ২০১৭ খ্রি. বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স বিভাগের সেমিনার কক্ষে উক্ত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালেয়শিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোঃ রইসউদ্দিন খান। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

Post MIddle

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আলমগীর চৌধুরী, দিল্লীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুবীর কুমার সাহা, জাপানের সাগা ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আকিয়ু মিয়ারা (চৎড়ভবংংড়ৎ অশরড় গরুধৎধ)। এ সময় সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম্স রিসার্চ এর চেয়ারম্যান অধ্যাপক ড. বদিউস সালাম, সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান অধ্যাপক ড. স্বপন কুমার পালিত ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ প্রমুুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, মেকাট্রনিক্স বিজ্ঞানের একটি বহুমূখী শাখা। এখানে একইসাথে যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল, কম্পিউটার কৌশল এবং টেলিযোগাযোগ প্রকৌশলের সমন্বয় রয়েছে। বর্তমানে সারাবিশ্বে মানুষের বিকল্প হিসেবে যন্ত্রকৌশলের পরিধি ব্যাপকহারে বাড়ছে। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারদের হাত ধরে শিল্পক্ষেত্রে বিশ্ব অনেকদূর এগিয়ে যাবে। সেমিনার শেষে চুয়েট মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন।

//স

পছন্দের আরো পোস্ট