তুমি চেয়েছো বলে
তুমি চেয়েছো বলে
আমি নাহয় উপেক্ষিত ই হবো,
দুরে বহুদুরে ধরাছোঁয়ার অন্তরালে রবো ।
তুমি চেয়েছো বলে
অস্পৃশ্য আমি শুধু ছায়া সঙ্গী হবো,
নিউরনের তড়িত তীব্রতায় আমৃত্যু রবো ।
তুমি চেয়েছো বলে
নিজেকে ছাপিয়ে গেছি আমি
হায় ! বুঝলেনা তুমি, ছাড়া অন্তর্যামী !
তুমি চেয়েছো বলেই
তোমায় ঘিরে ইচ্ছেগুলোকে বুকের গহীনে-
বেঁধেছি অনড়-কঠোর শাসনে !
তুমি চেয়েছো বলেই
বলছি – যদি পারো, তবে দুরেই থাকো …
একটুও ভালোবাসতে হবে নাকো –
শুধু ভান টুকু কোরো না প্লিজ ….. !!