নোবিপ্রবি কৃষি বিভাগে বিদায় অনুষ্ঠান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) কৃষি বিভাগের প্রথম ব্যাচের বিদায় অনুষ্ঠান সোমবার (১৮ ডিসেম্বর) হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।কৃষি বিভাগের চেয়ারম্যান ড. আতিকুর রহমান ভুঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিঞা।

Post MIddle

অনুষ্ঠানে উপাচার্য ১ম ব্যাচের গ্র্যাজুয়েটদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন এবং উপাচার্য সহ শিক্ষক সমিতির সভাপতিকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এম অহিদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন হবার পর দেশের কৃষি সেক্টরে প্রথম উন্নত করার চেষ্টা করেছেন।কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছেন।দেশের বর্তমানে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতায় কৃষিবিদদের গুরুত্ব তুলে ধরেন।তাছাড়া অচীরেই কৃষি বিভাগকে ফ্যাকাল্টি তে রুপান্তরের ঘোষণা দেন।

পরবর্তীতে কৃষি বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পছন্দের আরো পোস্ট