ইবিতে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উদ্যাপিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগ বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আর্ন্তজাতিক আরবী ভাষা দিবস উপলক্ষে বেলা ১১টায় অনুষদ ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে অনুষদ ভাবনের ৪২৬ নং কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ইন্টার ইউনিভার্সিটি অ্যারাকি স্টুডেন্ট এ্যসোসিয়েশন ইবি শাখা অংশগ্রহন করে।
র্যালিতে মানিবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার উদ্দীন আহমদ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তারি মুনাওয়ার আলী, অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মফিজুল ইসলাম, অধ্যাপক ড. শামসুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. কামরুল হাসান, ড. সাইফুল গণি নোমান, ড. কাউছার মোঃ বাকী বিল্লাহ, মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও ইন্টার ইউনিভার্সিটিস এ্যারাবিক স্টুডেন্ট এ্যসোসিয়েশন (ওটঅঝঅ) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হিমেলসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
//স