জাবিতে জাকসুর দাবিতে কনসার্ট

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান ’কনসার্ট ফর জাকসু’ আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদীন মুক্তমঞ্চে গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় দেশের ৫ টি বিশ্ববিদ্যালয় থেকে আসা সাংস্কৃতিক কর্মীরা এ দাবীর প্রতি সংহতি প্রকাশ করে গান পরিবেশন করে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পুর কবিতা আবৃত্তির মাধ্যমে কনসার্ট শুরু হয়। এরপর একে একে অংশগ্রহণ করে ব্যন্ড দল অবান্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যন্ড দল ‘গান কবি’, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু-প্যারিষ্টো’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ্যাপোলো। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবীর প্রতি সংহতি জানিয়ে শিক্ষকদেও মধ্যে উপস্থিত ছিলেন জাবি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এটিএম আতিকুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভিন জলি প্রমুখ।


ছাত্রদের এ আয়োজনে সংহতি জানিয়ে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা বলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ থাকলে শিক্ষার্থীদের সকল ধরনের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা থাকে। এখনো শিক্ষার্থীদের নামে কেন মামলা রয়েছে ? ক্ষমতার জোরে ক্ষমতাশীন ছাত্রসংগঠনের নেতারা সাধারণ ছাত্রদের কাছে যায় না। জাকসু চালু হলে এমনটা আর থাকবে না।

Post MIddle

ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভিন জলি বলেন, যখন নবীণ শিক্ষার্থীরা হলে উঠে তখন তাকে সংসদের রুমে থাকতে হয়। যে রুম থেকে শিক্ষার্থীদের দাবী প্রশাসনের কাছে যাওয়ার কথা সেই রুমেই শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালায় ক্ষমতাশীন দলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নির্বাচন নিয়মিত হলেও যেই শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় তাদের প্রতিনিধি নির্বাচন হচ্ছে না। এছাড়া জাকসু’র দাবিতে সংহতি প্রকাশ করে সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাহী মাহফুজ, সাবেক সম্পাদ কামাল উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

//স

পছন্দের আরো পোস্ট