জাককানইবিতে বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়।

Post MIddle

সকাল সাড়ে ১০টার দিকে ‘চির উন্নত মম শির’ বিজয়স্বম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। পরে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ,ডিন,শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, স্বেচ্ছাসেবী সংগঠন।

পরে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশীদ।

পছন্দের আরো পোস্ট