চুয়েট সাংবাদিক সমিতির ১১তম বর্ষপূর্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর সাংবাদিক সমিতির ১১তম র্বষপূর্তি উদযাপিত হয়েছে। আজ (১৬ ডিসেম্বর) শনিবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ উপলক্ষ্যে সকাল সাড়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের অধ্যাপক ড. কৌশিক দেব, পুরকৌশল অনুষদের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া, যন্ত্রকৌশল অনুষদের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ।

Post MIddle

র‌্যালী শেষে পশ্চিম গ্যালারীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব হুমায়ুন কবীর প্রমুখ। এতে সভাপতিত্ব করেন চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জনাব ইনজামাম উল হক। সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব নাজমুস সাকিব।

উল্লেখ্য, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট) বিশ্ববিদ্যালয়করণের প্রাক্কালেই অর্থাৎ ২০০৩ সাল থেকেই ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চার সূচনা হয়েছিল। তৎকালীন সময়ে বিআইটি, চট্টগ্রাম এর আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষকগণের পাশে দাঁড়ানোর মানসিকতায় বেশ কয়েকজন নির্ভীক শিক্ষার্থী ব্যাক্তিগত পর্যায়ে সাংবাদিকতার কাজটি শুরু করেন। এরপর ২০০৬ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চুয়েট সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়।

পছন্দের আরো পোস্ট