জাবি’তে তিনদিন ব্যাপী বিজয় মেলা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে আজ থেকে তিনদিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।

সকাল দশটায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ছাত্র-শিক্ষক প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, স্বাধীন, স্বার্বভৌম বাংলাদেশের ৪৬ বছরের অর্জন অনেক গৌরবের। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন অনেক সম্ভাবনার দেশ। তিনি সকল সম্ভাবনা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক। সভাপতিত্ব করেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিজয় মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী চলছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ প্রদর্শনী উদ্বোধন করেন।

//শ

পছন্দের আরো পোস্ট