রাবিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালন করা হয়। এই উপলক্ষে প্রকৌশল অনুষদের উদ্যোগে এক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি চতুর্থ বিজ্ঞান ভবনে শুরু হয়ে সিনেট ভবন চত্বরে শেষ হয়। শোভাযাত্রায় প্রকৌশল অনুষদভুক্ত ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যান্যরা অংশ নেয়।

শোভাযাত্রা শেষে সিনেট ভবন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মামুনুর রশিদ, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম নাহিদ, ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর দীপঙ্কর দাসসহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

Post MIddle

ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. সাজ্জাদুর রহিম কর্মসূচিটি সমন্বয় করেন।

//স

পছন্দের আরো পোস্ট