জবি ছাত্রলীগের ‘বজ্রকণ্ঠ-শ্রেষ্ঠকণ্ঠ’ শীর্ষক আলোচনা সভা

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি ও সংরক্ষণ করা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ‘বজ্রকণ্ঠ-শ্রেষ্ঠকণ্ঠ’ শীর্ষক আলোচনা সভা গতকাল (১০ ডিসেম্বর) রবিবার জবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শামসুর রহমান শরীফ (ডিলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান; বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল।
প্রধান অতিথির বক্তৃতায় ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শামসুর রহমান শরীফ (ডিলু) বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণেই বাঙালি জাতির স্বাধীনতার মূল মন্ত্র নিহিত ছিল।”
Post MIddle
অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “৭ই মার্চের ভাষণ মুখস্ত বা লেখার বিষয় নয়, হৃদয় দিয়ে অনুধাবন করার বিষয়।”
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা, রাজনীতি সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীদের মূল্যায়ন নেই। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে জবি ছাত্রলীগের পক্ষ থেকে আমি দাবী জানাই, জবি ছাত্রলীগের শতাধিক নেতা কর্মীকে যেন কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হয়।”
সভাপতির বক্তব্যে মোঃ তরিকুল ইসলাম বলেন,  “জগন্নাথের কর্মীরা পাঁচ সাত বছর রাজনীতি করার পরও কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের সাথে হ্যান্ডশেক করার সুযোগ পায় না। সপ্তাহে একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদেরকে সময় দেওয়ার দাবী জানাই আপনাদের কাছে। ”
এসময় বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম কাওছার, সহ-সভাপতি আব্দুল্লাহ শাহীন, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, সহ-সভাপতি মমিনুর রহমান মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পছন্দের আরো পোস্ট