ইবিতে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শীর্ষক আলোচনাসভা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘজীবী হোক শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১১ ডিসেম্বর ২০১৭) সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইআইইআর (ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ) এর পরিচালক প্রফেসর ড. মেহের আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচা বলেন, “প্রতিবছর আমরা বাংলাদেশ থেকে স্কলারশিপ এর মাধ্যমে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী নেব। শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য জানা নয়। সমাজের সবধরণের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে বসবাসের শিক্ষাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সাথে মিলে-মিশে থাকা চীনা সংস্কৃতির মূল বৈশিষ্ট্য।”

স্বাগত বক্তব্যে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, “চীন বিশ্বের একটি অন্যতম নেতৃত্বদানকারী অর্থনীতির দেশ। শুধু তাই নয় বাংলাদেশে বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে চীনের স্থান সর্বশীর্ষে। আমরা চাই চীন ভবিষ্যতে আমাদের দেশের প্রতি তাদের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবে যাতে আমরা আমাদের ভিশন ২০২১ ও ২০৪১ সালের লক্ষ্যে পৌঁছাতে পারি।”

পছন্দের আরো পোস্ট