রোহিঙ্গা শরণার্থীদের মাঝে তাঁবু বিতরণ করেছে বিইউএফটি

বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) এর কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সম্মানিত সদস্যদের সার্বিক সহযোগিতা ও তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে তাঁবু বিতরণে বিশ্ববিদ্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৮ ডিসেম্বর ২০১৭ ইং তারিখে কক্সবাজার উখিয়া ঘুমধুম আর্মি ক্যাম্পে গমণ করে।

Post MIddle

বিইউএফটি কর্মকর্তাদ্বয় নাজমুল হাসান, চীফ ফাইনান্স অফিসার এবং উইং কমান্ডর (অবঃ) সহিদুল্লাহ, হেড লজিষ্টিকের নেতৃত্বে দুর্জয় চব্বিশ এর ব্যবস্থাপনায় ৬৫ পদাতিক ব্রিগেট সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ঘুমধুম ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর খালেদ এর নিকট ১০০ (১৮০ পাউন্ড) টি তাঁবু হস্তান্তর করেন।

ক্যাম্পে সেনাবাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতায় রোহিঙ্গাদের মাঝে তাঁবুগুলো বিতরণ করা হয়। সেইসময় বিইউএফটির প্রজেক্ট ডাইরেক্টর মো. মুজিবুর রহমান; প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আতিকুর রহমান; ম্যানেজার আইটিসহ পিএস টু ট্রাষ্টি বোর্ড মাহফুজা আলম, সহকারী ম্যানেজার সিইপিডি কামরুন নাহার পান্না; পিএসটু ভিসি মোনোয়ারা সুলতানা মুন্নী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট