বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে বিদায় ও বরণ অনুষ্ঠান

বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং ৪২তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১০ ডিসেম্বর ২০১৭) ইউনিভার্সিটি মিলনায়তনে বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারী ইঞ্জি: এম.এ. গোলাম দস্তগীরের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা প্রফেসর ইকবাল আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক জনাব সাদ্দাম হোসেন প্রমুখ।

Post MIddle

অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সব সময় বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নের জন্য পরিশ্রম ও সাধন চালিয়ে যেতে হবে। আমাদের প্রত্যাশা থাকবে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা বিজনেস সেক্টরসহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে। তারা আরও বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে শিক্ষা সনদ অর্জন মানে তোমরা আজীবনের জন্য বিইউ পরিবারের সদস্য হয়ে গেলে। ইউনিভার্সিটি তোমাদের প্রতিষ্ঠান, এর ভালো-মন্দ নির্ভর করছে তোমাদের উপর।

বিইউ উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল হক শরীফ বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার মান সরকারি ইউনিভার্সিটির চেয়ে কোনো অংশে কম নয়। প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিইউ শিক্ষার্থীরা তা প্রমাণ করেছে।

বিদায়ী এবং নবাগত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা বর্ণনা করেন। পরে উপস্থিত সকলে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। অনুষ্ঠানে বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট