সাদার্নে এনালাইজিং সার্ভে রেজাল্টস বিষয়ক কর্মশালা
সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের উদ্যোগে “এনালাইজিং সার্ভে রেজাল্টসঃ রোড টু ইফেক্টিভ সেল্ফ এসেসমেন্ট রিপোর্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট প্ল্যান ” বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ইসিই বিভাগের প্রধান ড. মোহাম্মদ আরিফ সোবহান ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম.আলী আশরাফ, বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম. নুরুদ্দীন চৌধুরী এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক হেদায়েত উল্লাহ. এসএ কমিটির সদস্যবৃন্দসহ ইসিই ও ইইই বিভাগের সকল শিক্ষক।
কর্মশালার প্রথম সেশনে বক্তা ছিলেন এস.এ.কমিটির সদস্য এবং প্রভাষক রুবেল কান্তি দাস এবং সহকারী অধ্যাপক হৃষি রক্ষিত। সম্মিলিতভাবে ইসিই বিভাগের সেল্ফ এসেসমেন্ট প্রসেস রেজাল্টস এর যাবতীয় কার্যক্রম সমূহ তুলে ধরেন। পরবর্তী সেশনে আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী এসেসমেন্ট কমিটির সদস্যদের সার্ভের প্রাপ্ত তথ্যের নিরিখে মতামত তুলে ধরেন। সমাপনী বক্তব্যে ড. মোহাম্মদ আরিফ সোবহান ভূঁইয়া সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারি শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা