জাবিতে গণিত বিভাগের ৪র্থ পুনর্মিলনী

আজ (৮ ডিসেম্বর) শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকালে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য পুনর্মিলনী উৎসবে আগত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উপাচার্য আশা প্রকাশ করেন যে, পুনর্মিলনীতে যোগদানের মধ্যদিয়ে বিভাগের সকল ছাত্র-শিক্ষকদের আন্ত:সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

Post MIddle

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক। গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি জাহেরুল ইসলাম।

উদ্বোধনপর্ব শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। স্মৃতিচারণ, প্রীতি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।

পছন্দের আরো পোস্ট