আন্তবিশ্ববিদ্যালয় আবৃতি প্রতিযোগিতায় স্টামফোর্ড প্রথম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত “বুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃতি প্রতিযোগিতায় দৈত ভাবে প্রথম স্থান অর্জন করেছেন স্টামফোর্ডের ইংরেজী বিভাগের দুই শিক্ষার্থী জিহাদ আমিন ও মার্জিয়া সুলতানা উপমা।

তরুণ কবি তুর্য এর “কথোপকথন ” কবিতা আবৃতি করে এই গৌরব অর্জন করেন।

Post MIddle

ফাইনালের বিচারকদের মধ্যে ছিলেন – বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মাসদুর সাত্তার কল্লোল,আবৃতিকার শুক্লা দাশগুপ্ত।

জিহাদ আমিন ও মারজিয়া দুজনেই আবৃতি সংগঠন ” জলমার্ক” এর সদস্যা।এ অর্জনে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী সবাই আনন্দিত।

//শ

পছন্দের আরো পোস্ট