আকাশ দর্শন

অনেক খুঁজেছি তাকে
তন্ন তন্ন করে
ন্যাপথলিন দেয়া শাড়ির ভাজে
বুকের অলিগলিতে
হাতের ফাঁকে
চোখের বালিতে
ঠোঁটের ফোকরে
পায়ের নিক্কনে
হাতের কাঁকনে
ছেড়া ফাঁড়া ডায়েরির পাতায়
চোরাগলিটার মাথায়
অনর্গল কথা বলা নদীটার মোহনায়
ডালপালা ছড়ানো দুপুরে
জানালার শার্সিতে ঝুলে থাকা ছায়াতে
নাহ কোথাও নেই যে!
অনিয়মিত দিনে সে!
আকাশে সপ্তর্ষিমণ্ডলের দেখা পাওয়া যায় সহজে
আকাশে মিলন উৎসব হয়না তারাদের কেনো যে!

পছন্দের আরো পোস্ট