সাদার্ন ইউনিভার্সিটিতে ইনডোর গেমস

সাদার্ন ইউনিভার্সিটি ইনডোর গেমস-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার ইউনিভাসিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ইনডোর গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।

ইনডোর গেমস আয়োজক কমিটির সদস্য সচিব সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান পৃষ্টপোষক, সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাসহ শিক্ষার্থীরা। ইনডোর গেমস-২০১৭ তে মোট ৬০ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে পুরস্কার লাভ করেন।

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো নুরুল মোস্তফা বলেন, পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সাদার্ন এগিয়ে। সুন্দর আয়োজনের জন্য কমিটিকে ধন্যবাদ এবং বিজয়ীদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।

উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, যান্ত্রিক ও একঘেঁয়ে জীবনের ব্যস্ততার মাঝে একটু প্রশান্তির খুঁজে এই আয়োজন। খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে মনোবল বৃদ্ধি করে দেশ বিরোধী ও অনৈতিক কর্মকা- থেকে দূরে রাখে। তাই শিক্ষার্থীদের উচিৎ পাঠ্য বইয়ের পাশাপাশি ক্রীড়াতেও প্রতিভার বিকাশ ঘটাতে কঠোর অনুশীলন করা।

সপ্তাহ ব্যাপী এ প্রতিযোগিতায় দাবা, ক্যারম ও টেবিল টেনিসসহ মোট সাতটি ইভেন্টে শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী ও শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পছন্দের আরো পোস্ট