গণ বিশ্ববিদ্যালয়ে পেশাগত উন্নয়ন বিষয়ক কর্মশালা

সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে শিক্ষকদের “পেশাগত উন্নয়ন” বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা (Training on Professional Development) শুরু হয়েছে। আজ ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার আইকিউএসি’র সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজার রহমান। বক্তরা বলেন- শিক্ষার্থীদের পথপদর্শক হিসেবে একজন শিক্ষকের জ্ঞান আহরণের কোন বিকল্প নেই। আর তাই এধরণের পেশাগত প্রশিক্ষণ শিক্ষকদের জানার পথকে সমৃদ্ধ করবে।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানের পর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মুনীর মূল কর্মশালাটি পরিচালনা করেন। প্রথমদিনে তিনি সহযোগিতামূলক শিক্ষাপদ্ধতির গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রথাগত শিক্ষাপদ্ধতির সঙ্গে সহযোগিতামূলক পদ্ধতির পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষক মোহাম্মদ মুনীর এসময় বলেন- প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে প্রথাগত শিক্ষাপদ্ধতির পরিবর্তে সুষ্ঠুভাবে ক্লাশ পরিচালনাসহ শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পাঠদানে সক্ষম হবে। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজসহ গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জনের বেশি শিক্ষক এতে অংশ নেন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে আগামী শনিবার ।

পছন্দের আরো পোস্ট