ইস্ট ওয়েস্টে বিজয়ের গল্প শোনালেন ডা. সিরাজুল ইসলাম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ঘটনাবলী ও চুড়ান্ত বিজয় অর্জনের গল্প শোনালেন আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল ইসলাম শিশির এমডি। অনুষ্ঠানে দেশের স্বাধীনতার জন্য পরিবার ফেলে জীবনের মায়া ত্যাগ করে কিভাবে ভারতে প্রশিক্ষণ এবং দেশে গেরিলা যুদ্ধ করেছেন তাঁর বণর্না দেন তিনি। সেইসাথে মুক্তিযুদ্ধ নিয়ে জানতে চাওয়া শিক্ষার্থীদের নানান প্রশ্নেরও জবাব দেন।

আজ (৭ ডিসেম্বর ২০১৭) বৃহস্পতিবার বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আফতাবনগর, ঢাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম। নতুন প্রজন্মের ভেতরে দেশের প্রতি কর্তব্য ও মমত্ববোধ বাড়াতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন আরো বেশী হওয়া উচিত বলে মত দেন তিনি।

Post MIddle

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

ডা. সিরাজুল ইসলাম

পছন্দের আরো পোস্ট