ঢাবিতে ডিনস্ এ্যাওয়ার্ড পেলো যে ৮১ শিক্ষার্থী

২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগের ৮১জন মেধাবী শিক্ষার্থীকে “ডিনস্ এ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৪ জন ছাত্র এবং ৫৭জন ছাত্রী এই এ্যাওয়ার্ড লাভ করেন। আজ ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।

জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিভাগীয় চেয়ারম্যানগণ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক হুমায়রা আখতার ধন্যবাদ জ্ঞাপন করেন।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধার সঙ্গে সততা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্যের সমালোচনা করার পরিবর্তে আত্মসমালোচনা করতে হবে। জীবনের কোন ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলে তিনি উল্লেখ করেন।

এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন – মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের জুয়েইরিয়া বিনতে জসিম, উম্মে হানি পিংকি, মো: সাইফুল ইসলাম, জাহান-ই-গুলশান, শারমিন আক্তার, আফিফান নজমু, শামিমা জাহান, এস এম জাহিদ আনোয়ার, আউজিতা শেহরিন রাজ্জাক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুমাইয়া তাবাসসুম, মাসনুন হুমাইরা মাইশা, নিশাত তাসনিম, সায়লা কবির, মোসা. আয়েশা, নাদিরা ইয়াসমিন জুই, মালিহা মেহনাজ, সুমাইয়া জান্নাত, আরিনা পারভীন, মো: হারুন অর রশিদ, রহিমা খাতুন, কাজী মেহেরুন নেসা, অতন্দ্রিলা বিশ্বাস, সিরাজুম মুনিরা হুসাইনি, সায়মা বিনতে হুদা, আশিকা আখতার, প্রাণিবিদ্যা বিভাগের জান্নাতুন নাহার ঝিনু, মো: ফজলে রাব্বী, আনতার সরকার আদ্রি, সাদনিমান রহমান, তানিজা তাবাসসুম, সাদিয়া আফরিন স্বর্না, সৈয়দা আনিকা তাসনিম, নাসরিন আক্তার বৃষ্টি, মো: নাজমুল হক, আয়েশা আখতার ঝিলিক, ফাহমিদা তাসনিম লিজা, শুক্লা হাওলাদার, সান্জিদা সেকেন্দার, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের বিচিত্রা পাল, মো: হাসিব, তাসনিম এহসান, মোহাম্মদ উমর শরিফ সোহান, মনোবিজ্ঞান বিভাগের মোস. জাকিয়া রহমান, অণুজীব বিজ্ঞান বিভাগের সাইকা হোসেন, ইশরাত জাহান, জান্নাতুল রাফিয়া, সাহিত্য রঞ্জন বিশ্বাস, নিগার ফাতিমা, ফারহানা ববি, দীপক কুমার শীল, মো: নাঈম হোসেন, মো: সালমান জহির উদ্দিন, জারিন রুশনি, শাফিনা জাহান, রেহনুমা বিনতে কবির, মাফরুহা মার্জিয়া, অভিরূপ সাহা, সুস্মিতা বসাক, রোমানা শারমিন, নুসরাত নাবিলা ফারিহা, জারিন তাসনিম, রায়িদ মোহাম্মদ ইহসান, লুবনা জাহান, মো: রাইসুল ইসলাম রাব্বী, প্রীতি লতা চক্রবর্তী, তানিয়া সুলতানা, তালাল হোসেন, শর্মিষ্ঠা গোস্বামী, সানজিদা হায়দার নুপুর, মৎস্য বিজ্ঞান বিভাগের মো: আল জাহিদ, মোসা. আজিজা বেগম, তানজিলা আক্তার নিপা, ফারহানা মোস্তাফিজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মো: মাহমুদুল হাসান আকাশ, মো: ওয়াহিদ মুরাদ, মুহাম্মদ সালমান, নুসরাত জাহান আনতোরা, শিবরাজ চৌধুরী, রিজওয়ান মাহমুদ, জারিফ হোসেন এবং তাহিয়া আনান রহমান।

পছন্দের আরো পোস্ট