ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ড. জিলিয়ান অলিভার আজ ০৬ ডিসেম্বর ২০১৭ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো ড. ল্যারি স্টিলম্যান এসময় তার সঙ্গে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম সহ কয়েকজন শিক্ষক বৈঠকে উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মধ্যে দলিল-দস্তাবেজ সংরক্ষণ ব্যবস্থাপনা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। অস্ট্রেলিয়ার অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যাালয়ের দলিল-দস্তাবেজ ও পা-ুলিপি সংরক্ষণ ব্যবস্থাপনার আধুনিকায়নে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এই আগ্রহের জন্য উপাচার্য অতিথিকে ধন্যবাদ দেন।

এরআগে অস্ট্রেলিয়ার অধ্যাপক ড. জিলিয়ান অলিভার ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে “Digital Curation in Archives: Stages, Solution, Skills” শীর্ষক এক বিশেষ বক্তৃতা প্রদান করেন।

পছন্দের আরো পোস্ট