সাউথ এশিয়ান রিজিওনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য
ব্যাডমিন্টন এশিয়ার তত্বাবধানে ও ব্যাডমিন্টন এসোসিয়েশন অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় ইন্ডিয়ার গৌহাটিতে প্রথমবারের মত অনুষ্ঠিত (অনুর্ধ-২১) সাউথ এশিয়ান রিজিওনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০ এ দলগত ইভেন্টে বাংলাদেশ ভুটানকে ৫-০ সেটে ও মালদ্বীপকে ৩-২ সেটে পরাজিত করেছে এবং নেপালের নিকট ১-৪ সেটে হেরে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করে।
এ সাফল্যে অর্জন করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক বাংলাদেশ ব্যাডমিন্টন দলকে অভিনন্দন জানিয়েছেন।