বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
গতকাল (৫ ডিসেম্বর ২০১৭) মঙ্গলবার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে পরিবেশ সচেতনা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা নাটোর রেল স্টেশনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় এবং প্রচারপত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি সৈয়দ নাজমুল হুদা ও মোঃ আব্দুর রশীদ, স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আতাউল করিম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মোনেম, ইইই বিভাগের প্রভাষক মোঃ মিলন মাহমুদ, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আম্মার ইবনে জামান, সিএসই বিভাগের প্রভাষক আব্দুল্লাহ রাহাত কুতুবী, ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব নেহাল অর্ণব, সাংগঠনিক সম্পাদক-আবু সায়েম, কোষাধ্যক্ষ- ফাইয়াজ ইসলাম, যুগ্ম সম্পাদক-শামীম হাসনাইন, কমিটির অন্যান্য সদস্য নায়লা, মুজাহিদা, মাইশা, দিবা, রকিব প্রমূখ।
ক্লাবের সদস্যগণ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রেল স্টেশনের বিভিন্ন স্থানে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়। ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করে।