উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তিমেলা
স্প্রিং ২০১৮ সেশনের ছাত্রছাত্রী ভর্তি উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটির ল’ ক্যাম্পাসে (বাড়ি নং- ০১, রোড নং- ১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০) ৬ দিন ব্যাপী মেলা শুরু হয়েছে। আজ ( ৬ ডিসেম্বর ) বুধবার থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। সকাল ১১ টায় মেলার উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, স্কুল অব বিজনেস বিভাগের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশিদ সহ অন্যান্য বিভাগের ডিনগণ, শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।
মেলার প্রথম দিনে উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি ইচ্ছুক নুতন ছাত্রছাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে। এ সময় তাদের সাথে তাদের অভিভাবকগণও মেলায় উপস্থিত ছিলেন।