কুয়েটে টেক্সটাইল ইনডোর গেমস পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ওয়াল ম্যাগাজিন উদ্বোধন ও ইনডোর গেমস পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ৫ ডিসেম্বর সন্ধ্যায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া। সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আবদুল জলিল।