খুবির প্রথম বর্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ১৭ ডিসেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে (কলা ও মানবিক স্কুল, আইন স্কুল ও চারুকলা ইনস্টিটিউট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে মেধা ও ১ম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির পর চারুকলা ইনস্টিটিউটে আসন শূন্য থাকায় উক্ত ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি নিমিত্তে আগামী ১৭ ডিসেম্বর ২০১৭ খ্রি. তারিখ সকাল ৯-৩০ মিনিট থেকে বেলা ১১-০০টা পর্যন্ত দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধন এবং ঐ একইদিন বেলা ১১-০০ টা থেকে দুপুর ১-০০টা পর্যন্ত নিবন্ধনকৃত আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম ৪৮৭ থেকে ৫৮৬ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম কলা ও মানবিক স্কুলের ডিন অফিসে সম্পাদিত হবে। ভর্তিচ্ছু প্রার্থী নির্ধারিত তারিখে ভর্তি হতে ব্যর্থ হলে তার নির্বাচন বাতিল হয়ে হবে। বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট www.ku.ac.bd তে পাওয়া যাবে।