ইস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট ২০১৭অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটি কম্পিউটিং ক্লাবের আয়োজনে আজ (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হল “সিএসই ফেস্ট” ২০১৭। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Post MIddle

দিনব্যাপী আয়োজনে ছিলো প্রোগ্রামিং কনটেষ্ট, আইডিয়া কনটেষ্ট, লুডু, দাবা, কেরাম, টেবিল টেনিস, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজসহ নানা প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্বে “ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাক্টিভেশন” শীর্ষক সেমিনারের আয়োজন ছিলো মনমুগ্ধকর।

এতে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. কায়কোবাদ। এ সময় অন্যান্যের মাঝে ছিলেন ট্রেজারার মোহাম্মদ সিদ্দিক হোসাইন, রেজিস্ট্রার আবুল বাশার খান, পরীক্ষা নিয়ন্ত্রক দেওয়ান আমানা সুলতানা, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, কম্পিউটিং ক্লাবের কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌসসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সার্বিক সহযোগিতায় ছিলো এক্সোনহোস্ট, স্পিডহোস্ট বাংলাদেশ, এজোনকোড, সাইবর্গ, দৈনিক সমকাল এবং দৈনিক অবজারভার। অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

পছন্দের আরো পোস্ট