তাইওয়ানের ইয়ন জি ইউনিভার্সিটি’র সঙ্গে ঢাবি’র সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তাইওয়ানের ইয়ন জি ইউনিভার্সিটি’র মধ্যে আজ ০৩ ডিসেম্বর ২০১৭ রবিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং ইয়ন জি ইউনিভার্সিটি’র ভাইস-প্রেসিডেন্ট ড. চি-মিন লিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং ইয়ন জি ইউনিভার্সিটি’র কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় করা হবে। এছাড়া, দুই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণামূলক প্রকাশনা এবং তথ্য-উপাত্ত আদান-প্রদান করবে। বিশ্ববিদ্যালয় দু’টি যৌথভাবে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও দ্বৈত ডিগ্রি কার্যক্রম পরিচালনা করবে।