ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মানীর অধ্যাপকের সাক্ষাৎ

জার্মানীর কিয়েল ইউনিভার্সিটির উদ্ভিদ প্রজনন ইনস্টিটিউটের অধ্যাপক ড. ক্রিশ্চিয়ান জাং আজ ০৩ ডিসেম্বর ২০১৭ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানীর কিয়েল ইউনিভার্সিটির মধ্যে কৃষি, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বক্তৃতা প্রদানের জন্য জার্মানীর অধ্যাপক বর্তমানে বাংলাদেশ সফর করছেন।

পছন্দের আরো পোস্ট