জাককানইবিতে এআইএস ৭ম ব্যাচের র‌্যাগ ডে উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীরা দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে র‌্যাগ ডে উদযাপন করেছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চলতি বছর ‘স্নাতক’ বিদায়ী এ ব্যাচটির শিক্ষার্থীরা এ আয়োজন করেন।

Post MIddle

র‌্যাগ ডে উপলক্ষে এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ‘জয়বাংলা ভাস্কর্য’ থেকে এক আনন্দ র‌্যালি বের করে শিক্ষার্থীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হয়ে বিজ্ঞান ও কলা ভবনের নিচ দিয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মাঠের পাশে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা লাল, নীল, সবুজ ও হলুদ রঙে রাঙিয়ে দেন একে অন্যকে পরে ফ্ল্যাশমুব এবং কেক কাটার অনুষ্ঠান আয়োজন করে এ সময় হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাজু আহমেদ, মোঃ নজরুল ইসলাম এবং শিক্ষক সমিতির সধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ সন্ধ্যায় ফানুশ উড়িয়ে, আতশবাজি জ্বালিয়ে গ্রান্ড ডিনারের মাধ্যমে র‌্যাগ ডে সমাপ্ত হয়।

পছন্দের আরো পোস্ট