ইবিতে কাল ‘জি, ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষা

ইসলামী বিশ্ববিবদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের দ্বিতীয় দিনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ক্যাম্পাসের সাতটি কেন্দ্রে ৩ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ১ম শিফট সকাল ৯ টা থেকে ১০টা, ২য় শিফট বেলা ১১ টা থেকে ১২টা এবং ৩য় দুুপুর দেড়টা থেকে ২:৩০ মি. পর্যন্ত ৩ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের সাতটি কেন্দ্রে তিন শিফটে এ পরীক্ষা গ্রহন সম্পন্ন হয়। পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে অনুষদ ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন, কেন্দ্রীয় লাইব্রেরী এবং ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। পরীক্ষাচলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফসহ সকল অনুষদের ডিন এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা। আগামীকাল রবিবার ১ম ও ২য় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিট এবং ৩য় ও ৪র্থ শিফটে আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন,‘ক্যাম্পাস ও এর পার্শবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। অপরাধীদের বিচার নিশ্চিত করতে ক্যাম্পাসের ডায়না চত্তরে রয়েছে ভ্রাম্যমান আদালত।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,‘আমরা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা গ্রহন সম্পন্ন করতে পেরেছি। আশা করি একইভাবে অবশিষ্ট পরীক্ষা গ্রহন সম্পন্ন করতে পারব।’

পছন্দের আরো পোস্ট