খুবিতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ ০২-১২-২০১৭ খ্রি. তারিখ বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে মহানবী (সা.) জীবনাদর্শের উপর এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুবি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে দোয়াপূর্বে মহানবী (সা.) জীবনাদর্শের উপর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম রফিজুল হক এবং বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা আব্দুল কুদ্দুস। পরে আল্লাহর রহমত, শান্তি ও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাতাজ করা হয়। এসময় শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী ও এলাকার মুসাল্লীরা উপস্থিত ছিলেন। এর আগে যোহরের নামাজ পূর্বে পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত করেন পেশ ইমাম হাফেজ ক্বারী মোস্তাকীন বিল্লাহ এবং হামদ ও নাত পেশ করা হয়।