ইবির ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়র (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার সকাল নয়টায় উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দিনের প্রথম শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শনিবার উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদের হাতে ফল হস্তান্তর করেন ইউনিট সমন্বয়কারী ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান। ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজার ৭শত ৭৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল। ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করেছে ২ হাজার ৮ শত ৬৩ জন শিক্ষার্থী।
পাশের হার ৬.১১ শতাংশ। ফল হন্তান্তরের সময় প্রো-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এছাড়াও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনিচুরর রহমান ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাচ্ছে।