জাবির গণিত বিভাগ মেতেছে মিলনমেলায়

‘ছিন্ন পাতায় সাজাই তরণী’ এই শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। রোববার গণিত বিভাগে এক সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরিফ আহমেদ এ কথা জানান । মিলন মেলাকে কেন্দ্র করে প্রতিদিন গনিত বিভাগে জমে উঠেছে প্রস্তুতিমুলক সন্ধ্যা । প্রতিবারের মতোই এবারো আয়োজন হচ্ছে এই মিলনমেলা, তবে এই বছর মিলন মেলাকে একটু ভিন্ন ভাবেই দেখছে সবাই । এই মিলনমেলাকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় মেতেছে রঙ্গিন সাজে। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে র‍্যালি, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র প্রভৃতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের উদ্ভোধন শেষে সকাল ৯টায় অনুষদ ভবনের সামনে থেকে পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে গণিত পরিবার এক বর্ণাঢ্য র‍্যালি করবে । র‍্যালি শেষ করে আবারো গণিত বিভাগে মিলিত হবে পুরো গণিত পরিবার , র‍্যালিতে আকর্ষণ হিসাবে থাকছে ঘোড়া ও গরুর গাড়ি । বেলা ১১ টায় থাকছে মুক্ত আলোচনা। দুপুরে খাবার শেষে ,সেলিম আল দিন মুক্ত মঞ্চে বিভাগীয় পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে বর্তমান শিক্ষার্থীদের চমকপ্রদ নাচ ,গান এছাড়া ও আসছে মঞ্চ মাতাতে ব্যান্ড দল ফিডব্যাক ও দলছুট (বাপ্পা মজুমদার )। সাংস্কৃতিক অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান ব্যাচের ছাত্র অমিত রায়(৪১) ,কথা(৪৩), আশিক(৪৩) ,সাকিল(৪৪) ,অর্পিতা,(৪৪) পূর্বা (৪৫) সহ আর অনেকে ।

Post MIddle

এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবনের মেম্বার হচ্ছেন প্রায় তিন শতাধিক এবং এই গুরু কাজটি অত্তান্ত সুন্দর ভাবে করে যাচ্ছেন শ্রদ্ধেয় শিক্ষক জনাব আমিনুর রাহমান খান। তিনি বলেন,সকল রেজিস্টারকৃত শিক্ষার্থীদের জন্য থাকছে ব্যাগ, টি শার্ট ,ক্যাপ ,মগ,সুবিনিয়র ।সকাল ব্যাচের শিক্ষার্থীদের চমকপ্রদ লিখা থাকছে আঙ্গিকে ,সাথে থাকছে সকল ব্যাচের মিলনমেলার ছবি । এমনি সব চমকপ্রদ আয়োজন নিয়ে জমছে জাবির গণিত মিলন মেলা । মিলন মেলাকে সার্থক করতে মিডিয়া মনিটরিং বিভাগের আহবায়ক শ্রদ্ধেয় শিক্ষক জনাব আল আমিন খান সহ ছাত্র সৌমিত্র (৪৩),সাব্বির আহমেদ(৪৪) সমানভাবে কাজ করে যাচ্ছে ।

গণিত বিভাগের অধ্যাপক ড. সাব্বির আলম, ড. মোরশেদা বেগম, ড. মো. আব্দুর রশিদ, ড. মো. নজরুল ইসলাম, ড. আমিনুর রহমান খান, ড. আব্দুর রহমান প্রমুখ উপস্থিত থেকে সকল কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুনির্দিষ্টভাবে ।

পছন্দের আরো পোস্ট