চুয়েটে ১২তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ডিবেটিং সোসাইটি’র আয়োজনে ৩০ নভেম্বর (বৃহস্পতিবার), ২০১৭ খ্রি. থেকে ১২তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে। ‘হোক না শুরু শূণ্যে, লক্ষ্য থাকুক অসীমে’ স্লোগানে চারদিনব্যাপী এই বিতর্ক উৎসবের আসর বসেছে। বিতর্ক উৎসবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও চুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। চুয়েট ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. উজ্জল কুমার দেব। এবারের বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৪ টি দল অংশগ্রহণ করেছে।

Post MIddle

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর, ২০১৭ খ্রি. সমাপনী দিনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। উৎসবে বাংলা ও ইংরেজি বিতর্কের পাশাপাশি থাকছে পাবলিক স্পিকিং রাউন্ড। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয়দিন বিভিন্ন রাউন্ডের পর তৃতীয়দিন অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। এছাড়া সমাপনী অনুষ্ঠানে থাকবে চুয়েট ডিবেটিং সোসাইটির সদস্যের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা ও আকর্ষণীয় কনসার্ট।

পছন্দের আরো পোস্ট