অতিথি পাখির কলরবে মুখরিত কর্তার দিঘি
ছয় ঋতুর দেশ হিসবে আমাদের বাংলাদেশ খ্যাতিপ্রাপ্ত, ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারন করে আমাদের ছয় ঋতু। আর প্রতিটি রূপেরই রয়েছে কিছু বিশেষত্ব। যার মধ্য অন্যতম একটি হচ্ছে শীতকালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পরিযায়ী পাখি। প্রতিবারের মতো এবারও শীত শুরু হতে না হতেই শীতের অতিথিরা হাজার হাজার মাইল দূর থেকে উড়ে আসতে শুরু করেছে আমাদের দেশের বিভিন্ন জেলায়।
শীতকাল এলেই জলাশয়,হাওর,বিল,পুকুর ভরে যায় নানা রঙ বেরঙের নাম না জানা অতিথি পাখিতে। নোয়াপড়া কর্তার দিঘি’তে কচুরি পানার মাঝে ঝাঁক বেঁধে ডানা মেলছে অতিথি পাখির দল। উড়ে চলা পাখির কিচির-মিচিরে মুখরিত চার পাশ। বাহারি রঙের এসব অতিথি পাখির খুনসুটি আর ছোটাছুটি যে কারো মনকে উদ্বেলিত করে তুলে।
অতিথি পাখি দেখতে যেতে চান রাউজানের