মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ইকোনোমিকস ডে’

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘ইকোনোমিকস ডে’ উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল সকাল ১০টায় অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, সম্মানিত অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস আব্দুল আজিজ, বিশেষ অতিথি ছিলেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা।

Post MIddle

অর্থনীতি বিভাগের লেকচারার বিউটি নাহিদা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ফজলুর রব তানভীর, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক অনিক বিশ্বাস এবং বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ।

অর্থনীতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মাহতাজ জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেক কাটার পর উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী। বিকালে ইউনিভার্সিটির রবীন্দ্র-নজরুল মঞ্চে নাচ, গান, নাটিকা প্রভৃতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ‘ইকোনোমিকস ডে’ উদযাপন।

পছন্দের আরো পোস্ট