চুয়েটে বসছে উদ্যোক্তাদের মিলনমেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মত “ফিজিক্স ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি (আইসিপিএসডিটি-২০১৭)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কনফারেন্সে পদার্থ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি প্রযুক্তি সর্ম্পকিত তথা বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে।

কনফারেন্সে বাংলাদেশ, সুইডেন, ভারত, জাপান, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে আগত বিপুল সংখ্যক গবেষক-বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। আগামী ১০ ও ১১ ডিসেম্বর, ২০১৭ খ্রি. দুইদিন ব্যাপী চট্টগ্রাম নগরীর মোটেল সৈকতে উক্ত আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে কী-নোট স্পীকার হিসেবে প্রথমদিন মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে থাকবেন- সুইডেনের উপশালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার নরদব্লাদ, জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাতোশি ওয়াতাউছি এবং একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাসানোরি নাগাও আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন।

Post MIddle

কনফারেন্সের দ্বিতীয়দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- কলকাতার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র ইমিরেটাস প্রফেসর অধ্যাপক ড. মৃণাল কে. ঘোষ ,সৌদি আরবের কিং আবদুল্লাহ ইনস্টিটিউট অব ন্যানোটেকনোলজি এর গবেষক ড. খালিদ মুজাসাম বাট্টু।

আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. সালেহ হাসান নাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বিশেষ অতিথি থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করবেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

পছন্দের আরো পোস্ট