ঢাবি’র ২ শিক্ষার্থী পেলেন ‘ডাইরেক্টরস্ এ্যাওয়ার্ড’
বিএসএস (সম্মান) ও এমএসএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২জন মেধাবী শিক্ষার্থী ‘ডাইরেক্টরস্ এ্যাওয়ার্ড’ লাভ করেছেন। এ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- মুহাম্মদ ইহসান-উল-কবির (বিএসএস) এবং মো. রেজাউল আজিম (এমএসএম)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ ও অধ্যাপক মিসেস নাহিদ আক্তার জাহান বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। সময়ের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে।