সাদার্নে এনালাইসিস অব সার্ভে আউটকাম” বিষয়ক কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে “ এনালাইসিস অব সার্ভে আউটকাম বিষয়ক কর্মশালা আজ সোমবার ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কম্পিউটার সায়েন্স বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম.আলী আশরাফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দসহ কম্পিউটার সায়েন্স বিভাগের সকল শিক্ষক।

Post MIddle

কর্মশালার প্রথম সেশনে সহকারি অধ্যাপক জমির আহমেদ সার্ভে আউটকাম এনালাইসিস অব এক্সজিস্টিং স্টুডেন্টস, প্রভাষক জিনাত সুলতানা সার্ভে আউটকাম এনালাইসিস অব একাডেমিকস এবং সহকারি অধ্যাপক তাসনুভা আহমেদ সার্ভে আউটকাম এনালাইসিস অব এলামনাই স্টুডেন্টস বিষয়ে আলোচনা করেন। পরবর্তী সেশনে সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সার্ভে আউটকাম এনালাইসিস অব এমপ্লয়ার, প্রভাষক তানজিনা আলমগীর সার্ভে আউটকাম এনালাইসিস অব নন একাডেমিক স্টাফ এবং প্রভাষক জিয়াবুল হক কম্পারিজন এনালাইসিস অব সার্ভে আউটকাম বিষয়ে আলোচনা করেন। আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী এসেসমেন্ট কমিটির সদস্যদের সার্ভের প্রাপ্ত তথ্যের নিরিখে মতামত তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। পরে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পছন্দের আরো পোস্ট