ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার দুই অধ্যাপকের সাক্ষাৎ

রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটির অধ্যাপক ড. এলিনা আই সারাপুল্টসেভা এবং ড. ওলগা মোমত আজ ২৭ নভেম্বর ২০১৭ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্য প্রকাশ করেন। পরে, রাশিয়ার অধ্যাপকগণ ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের মিলনায়তনে “Non-Energy Application of the Atomic Technologies and Advantages” শীর্ষক বিশেষ বক্তৃতা প্রদান করেন ।

পছন্দের আরো পোস্ট